শাহাদাৎ বাবু,নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী পৌরসভা বিএনপি’র সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে পৌর বিএনপির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু নাছের বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। বিগত সরকারের আমলে অনেকগুলো মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যখন একটু স্বস্তিতে থাকার কথা, ঠিক ওই সময়ে কারো দ্বারা প্রভাবিত হয়ে আব্দুল করিম মুক্তা নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তার নির্দেশে নাকি ওই ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু নাছের আরও বলেন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পারিবারিকভাবে অর্থ ও সম্পদের মালিক। দলের প্রয়োজনেও কখনো কারো কাছ থেকে চাঁদা কিংবা অনুদান দাবি করেননি বরং অকাতরে নিজের টাকা খরচ করেছেন রাজনীতির জন্য।
আবু নাছের বলেন, আমার রাজনৈতিক সুনাম খ্যাতি ও অবস্থানের বিষয়ে ঈর্ষান্বিত হয়ে আমাকে হেনস্থা করার জন্য আমার বদনাম রটানোর চেষ্টায় আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে,
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্র চালাচ্ছে তারাই যারা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না, ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত করে দলের ক্ষতি করেছেন তারাই এখন উঠেপড়ে লেগেছে আমার বিরুদ্ধে। ওই মহলটির ইশারা ইঙ্গিতে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকদের কেউ যদি তথ্য প্রমাণ দিয়ে উপস্থাপন করে প্রমাণ করতে পারেন, তাহলে তিনি আর কখনো রাজনীতি করবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় তিনি সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটির সুস্থ তদন্ত করে তাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে নোয়াখালী জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, এটা একটা ষড়যন্ত্র। যারা এতদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিল তারা এখন সুসময়ে এসে সক্রিয় রাজনীতিবিদদের নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে। আবু নাছেরের বিরুদ্ধে আনীত চাঁদাবাজির মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির রাজনীতির জন্য তার অনেক ত্যাগ রয়েছে, এই শহরে সবচেয়ে বেশি নির্যাতিত নেতা আবু নাছের, ফ্যাসিস্ট সরকারের মামলা হামলা গুম খুনের ভয়কে উপেক্ষা করে সে বিগত দিনে বিএনপির রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে এগিয়ে নিয়েছিল। আমরা তার বিরুদ্ধে এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ সদর উপজেলা ও নোয়াখালী পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জেলা শহর মাইজদীর কাজী কলোনী এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি হাউজিং প্রকল্পের মাটি ভরাটের কাজ পাওয়া নিয়ে দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে, কাজ করতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সমর্থক দুটি পক্ষের মধ্যে মারামারির ঘটনার সূত্র ধরে গত শুক্রবার সুধারাম থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ওই মামলায় আবু নাছেরকে এক নম্বর আসামি করা হয়।
বার্তা প্রেরক
শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা
01615423612