হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে সড়ক দূর্ঘটনায় শামিম মিয়া নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ঢাকা সিলেট মহাসড়কের মুনিম ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দা এবং হবিগঞ্জ সিলেট বিরতিহীন একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলো।
জানা যায়, রাস্তা পারাপারের সময় পিচন থেকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তাৎক্ষনিক খবর পেয়ে হাইওয়ে থানার এসআই ইমরুল সাহেদ, এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং নিহত শামিমের পরিবারকে খবর দেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান সড়ক দুর্ঘটনার তার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করে লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে’।