মো:দিল,সিরাজগঞ্জ
চেহারা নয়, ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে পর্দানশীন নারীদের মৌলিক অধিকার পূরণে ছবি উত্তোলনের মাধ্যমে নয়, ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয়পত্র যাচাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা মহিলা আঞ্জুমান নামক একটি নারী সংগঠন নির্বাচন অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার মুহম্মাদ আমিনুর রহমান মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা আঞ্জুমানের আহ্বায়ক আহমদ উম্মে কুলসুম, আহমদ আয়শা, আহমদ ফারিয়া, আহমদ শাহানা ও আহমদ শাহিদা প্রমুখ।
মানববন্ধনে পর্দানশীল নারীরা বলেন, স্কুল-কলেজ-মাদ্রাসা বা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা পরীক্ষার হল রুমে প্রবেশ বা পরীক্ষা দেয়াকালীন সময়ে, জাতীয় পরিচয়পত্র উত্তোলনে, বিবাহ, জায়গা জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋন উত্তোলন বা গ্রহণ, পবিত্র হজ-উমরাহ পালনে, চাকরি গ্রহণ বা যেকোনও কারনে বিদেশ গমনের জন্য পাসপোর্ট-ভিসা গ্রহণের সময় ছবি উত্তোলন ও পাসপোর্ট-ভিসা গ্রহণের সময় বেগানা পুরুষ মানুষের সামনে ছবি উত্তোলন করে পর্দানশিন নারীদের গোপনীয়তা হরণ করা হচ্ছে।
তারা আরও বলেন, এ অবস্থায় নারীদের পর্দা রক্ষায় সকল ক্ষেত্রে ছবি উত্তোলন বা পুরাতন পদ্ধতি বাতিল করে ফিঙ্গার প্রিন্ট চালু করনের দাবি জানান তারা। মানববন্ধনে জেলা-উপজেলা ও থানা থেকে আগত পর্দানশীন নারীরা উপস্থিত ছিলেন।