নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত ধর্ষক সেকেন্দার আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁর পোরশা থানা পুলিশ। আজ শনিবার সন্ধার দিকে ধর্ষণের শিকার ব্যাক্তিকে বিষ্ণপুর বেড়াচৌকি এলাকা থেকে আটক করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা। আটককৃত সেকেন্দার আলী নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী। মামলা সূত্রে জানা যায়, আটককৃত সেকেন্দার আলী ব্যবসায়ীক কারনে দীর্ঘদিন যাবৎ পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বেড়াচৌকি এলাকায় বসবাস করে আসছিল। সেখানে ভিকটিম ছাত্রীকে বিভিন্ন প্রলোভনে ও ভঁয়ভিতি দেখিয়ে ইচ্চার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন। এতেকরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। প্রায় সাড়ে ৫ মাস পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। পরবর্তীতে গতকাল শনিবার ভিকটিম স্কুল ছাত্রীর নানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই পোরশা থানা পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে। সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, আটকের পর আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান
প্রবণতা
- এবার সুধা সদনেও আগুন !! এবার শেখ হাসিনার নিজের বাড়ি সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা
- খুলনার ‘শেখ বাড়িতেও’ পড়েছে বুলডোজার কর্মসূচির প্রভাব
- পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে।
- রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ: হাসনাত
- তিতুমীর কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহ্বায়ক শার্শার আতাউর রহমান আতা
- যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন মামুন ইসলাম।
- তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কালাইয়ে লিফলেট বিতরণ
- লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে দেয়ালিকা শহীদ আবু ছায়েদের জীবনী প্রদর্শন