ওমর ফারুক হৃদয়,আবুধাবি:
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান থেকে নিজেদের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত সব আমিরাতি নাগরিক ও বৈধ আবাসিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। তাদের ফিরিয়ে আনতে এতিহাদ এয়ারওয়েজসহ একাধিক বিমান সংস্থা অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে।
বিশেষ ফ্লাইটের মাধ্যমে রাজধানী তেহরান, ইসফাহান ও শিরাজ শহর থেকে নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। আবুধাবি ও দুবাইয়ের দূতাবাস ও কনস্যুলেটগুলো নাগরিকদের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে হটলাইন চালু রয়েছে এবং দ্রুত কনস্যুলার সেবা ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হচ্ছে।
সম্প্রতি ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ভবিষ্যতে আরও সংঘর্ষের আশঙ্কা থেকে যাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। সুরক্ষা নিশ্চিতে প্রয়োজন হলে ইরানে কনস্যুলার কার্যক্রম সীমিত করা হতে পারে।”