![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/IMG-20250202-WA0015-1024x768.jpg)
লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক আব্দুল করিম আলাল-এর উদ্ধারকৃত টাকা, এনআইডি, সাংবাদিক পরিচয়পত্র ও মোবাইল ফোন তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া নিহতের স্ত্রী জুলেখা বেগমের হাতে এসব জিনিসপত্র তুলে দেন।
গত ৩০ জানুয়ারি রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে জামালপুর সদর উপজেলার গেইটপাড় এলাকার বাসিন্দা ও দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সাংবাদিক আব্দুল করিম আলালও ছিলেন। দুর্ঘটনার পর সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার টাকা, এনআইডি, সাংবাদিক পরিচয়পত্র ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করে।
শনিবার সন্ধ্যায় থানায় আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে এসব হস্তান্তর করা হয়। এ সময় সরিষাবাড়ী থানার এসআই বদরুল আলম, পুলিশ সদস্য ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।