শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত ও সমৃদ্ধ শহর নীলফামারীর সৈয়দপুরের প্রধান প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। পৌর প্রশাসকের সাথে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন এবং ছাত্র-জনতা যৌথভাবে এতে অংশ গ্রহণ করে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম ও জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট সাদেকুর রহমান সুজন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, বাবুল হোসেন সরকার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা শওকত হায়াৎ শাহ, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, পৌর আমীর মো. শরফুদ্দিন খান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, ব্যবসায়ী নেতা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মো. বাদশাহ মিয়া, আলহাজ্ব মো. গোলজার হোসেন, রেজাউল করিম রেজু, আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডল ব্যবসায়ীবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় পাঁচমাথা মোড় পুলিশ বক্স থেকে এই অভিযান শুরু করা হয়। পরে শহীদ ডা. সামসুল হক সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়কে অভিযান টিম কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফুটপাত ও রাস্তার উপর থেকে রাস্তার পাশের দোকানগুলোর সকল পণ্যের পসরা সরিয়ে ফেলাসহ অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান এবং যত্রতত্র যানবাহন স্টান্ড উচ্ছেদ করা হয়। সেই সাথে ভবিষ্যতে আবারও এমনভাবে ফুটপাত না করার জন্য দোকানদার ও যানবাহন চালকদের সতর্ক করা হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এছাড়া শহরে দিনের বেলায় ভাড়ি যানবাহন প্রবেশ বন্ধ করতে সড়কগুলোর প্রবেশ মুখে স্থায়ী ব্যরিকেট বার নির্মাণ করে তা চালু করা হয়েছে।
এদিকে পৌরসভার পক্ষ থেকে এমন অভিযান পরিচালনা করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন পৌরবাসী। তবে অভিযানের সুফল পেতে সকলের নজরদারি প্রয়োজন বলে মন্তব্য সকলের। নয়তো সৈয়দপুরের যানজটের চিত্র আগের অবস্থায় ফিরে আসবে বলে আশংকা করেছেন তাঁরা।
উল্লেখ্য, দেশের অষ্টম বৃহৎ বাণিজ্যিক শহর সৈয়দপুর। খুবই ব্যস্ত রংপুর বিভাগের মধ্যস্থলের এই শহর। এখানকার প্রধান সড়কগুলোর দুই পাশের দোকানদাররা দোকানের সামনের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ পসরা সাজিয়ে রাখায় যান ও জনগণের চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হয়। ফলে দিনরাত ব্যাপক যানজটের কবলে পড়তে হয়।
এই যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করাসহ দিনের বেলা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সৈয়দপুর পৌরসভা। গত ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাইক প্রচারের মাধ্যমে শহরে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। রোববার (০২ ফেব্রুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম
সিদ্দিকী জানান, শহরের ভয়াবহ যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে তাদের এই অভিযান চলবে। (ছবি আছে)
শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি