গত বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব ছাড়েন
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
তবে এক বছর শেষ না হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন।
১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন হান্নান।
কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সাবেক এই ক্রিকেটার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান। তিনি জানিয়েছেন, ‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত (নির্বাচক পদে) আছি আরকি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখন দেখা যাক।’
হান্নান সরকার বলেন, ‘নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়।কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।’