শ্চিম রামপুরা পোড়াবাড়ি এলাকায় উলন রোডে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুইজন হলেন—মো. জিলানী (৫৫) ও শুভ (১৭)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাদের বাসা রামপুরা পোড়াবাড়ি ঝিলপার এলাকায়। ঘটনার সময় তার বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। শুভ নামে ওই কিশোর পাশেই পিঠা কিনতে এসেছিলেন। সে সময় বিদ্যুৎ চলে যায়। হঠাৎ কয়েকজন যুবক ধর ধর বলতে বলতে দৌড়াতে থাকে। তখনই পরপর তিনটি গুলির শব্দ হয়।
‘বাবা লক্ষ করেন তার শরীর থেকে রক্ত ঝরছে। শুভও রক্তাক্ত। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়,’ বলেন সাইফুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরা থেকে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলি লেগেছে।