আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ৯৬ রানে হারিয়েছে চিটাগং। আগে ব্যাটিং করে ১৯৬ রান করে মিঠুনের দল। ৩০ বলে ৫২ রান করেন নাফে। মিথুনের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫২ রান।সপ্তম জুটিতে শামীম-খালেদ মাত্র ৩০ বলে ৬১ রান যোগ করেন। ২ ছক্কা ৪ চারে শামীম ২৩ বলে ৩৮ ও খালেদ ২ ছক্কা ২ চারে ১৩ বলে ২৫ রান করে বড় পুঁজিতে অবদান রাখেন।
খাজা নাফি ও মোহাম্মদ মিঠুনের ফিফটি আর শামিম পাটোয়ারি ও খালেদ আহমেদের ক্যামিওতে বড় সংগ্রহ পায় চিটাগং কিংস। এরপর বল হাতে আগুন ঝড়ান শরিফুল ইসলাম। তার গতিতে ভেসে যায় সিলেট স্ট্রাইকার্স।
জবাবে ১০০ রানে শেষ হয় সিলেটের ইনিংস। সর্বোচ্চ ১৯ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নেন চিটাগংয়ের শরিফুল। ১২ ম্যাচে ২ জয়ে আসর শেষ করলো সিলেট। আর ১১ ম্যাচে ৭ জয় চিটাগংয়ের।