নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি কবরস্থান থেকে একই পরিবারের চারজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুরে বাচোর ইউনিয়নের মিরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে স্থানীয়রা কবরগুলোর অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করেন। পরে ব্যাপক সংখ্যক এলাকাবাসী কবরস্থানে ছুটে যান।
এলাকার জবিবর রহমান জানান, এই কবরস্থানে তাঁর চার আত্মীয়—আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ আরও একজনকে দাফন করা হয়েছিল। কারও মৃত্যু হয়েছে দুই বছর আগে, কারও দেড় বছর আগে, আর সর্বশেষ আমিরুল ইসলামকে দাফন করা হয় সাড়ে চার মাস আগে। কিন্তু এখন কবরগুলো খোলা এবং কঙ্কাল গায়েব।
তিনি আরও বলেন, “প্রতিটি কবরের ওপর দেওয়া বাঁশের বেড়া এলোমেলো অবস্থায় পড়ে আছে। মাটির স্তরে খোঁড়াখুঁড়ির চিহ্নও স্পষ্ট। এমন নৃশংস কাজ কে বা কারা করলো, কেন করলো—তা ভেবে কূলকিনারা পাচ্ছি না।”
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা। তারা কবরস্থানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এসআই সফিকুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জেলা পুলিশ সূত্র জানায়, গত তিন মাসে জেলার অন্তত পাঁচটি কবরস্থানে কঙ্কাল চুরির একাধিক ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত এসব ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে পরপর এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। তাঁরা দ্রুত তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।