লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঁচাত্তরোর্ধ্ব বৃদ্ধা ফিরোজা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, জাবেদুল ইসলাম ও তাদের মা আমেনা বেগমের বিরুদ্ধে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত ফিরোজা বেগমের মেয়ে মারজাহান আক্তার বাদী হয়ে রামগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
জমি নিয়ে বিরোধ থেকেই হামলা
এজাহার সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম একজন বিধবা। দীর্ঘদিন ধরে একই বাড়ির রফিকুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্প্রতি ভূমি অফিসের সার্ভেয়ারের উপস্থিতিতে বিরোধপূর্ণ কিছু জমি ফিরোজা বেগমকে বুঝিয়ে দেওয়া হলে রফিকুলের পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে।
হামলার দিন ফিরোজা বেগম ওই জমিতে গেলে তাকে একা পেয়ে রবিউল, জাবেদুল ও তাদের মা আমেনা বেগম মিলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে বৃদ্ধা গুরুতর আহত হন।
ভয়ভীতি ও দখলদারিত্বের অভিযোগ
স্থানীয়দের দাবি, অভিযুক্ত রবিউল ও জাবেদুল এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যাকে-তাকে মারধর করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ফিরোজা বেগমের পরিবার অভিযোগ করেছেন, রফিকুল ইসলামের পরিবার তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে এবং সীমানায় প্রবেশ করতে দিলেই হামলা চালায়।
পুলিশের বক্তব্য
রামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পরিবারের দাবি
আহত ফিরোজা বেগমের পরিবার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে তারা জমি দখল ও নিরাপত্তাহীনতা থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।