হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. কামরুজ্জামান।
গত বৃহস্পতিবার (২২ মে) রাতে নবীগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে নতুন ওসি হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে ওআর-এ কর্মরত ছিলেন।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে শেখ মো. কামরুজ্জামানকে নবীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। তিনি পূর্বে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় ওসি (তদন্ত), ডিএসবি ও এসবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। দায়িত্ব পালনে তিনি নবীগঞ্জ উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, নবীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মো. কামাল হোসেন (পিপিএম) কে মাধবপুর সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।
নবাগত ওসি শেখ মো. কামরুজ্জামানকে নবীগঞ্জবাসী স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন প্রত্যাশা করেছেন।