ঝালকাঠি প্রতিনিধি :
আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি ডিসি অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় জেলা প্রশাসনের এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা, রেকর্ড রুম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, রাজস্ব সার্কেল, সাব রেজিস্ট্রি অফিস এবং সেটেলমেন্ট অফিসসহ মোট ৮টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও ডিজিটাল সেবা সরাসরি জনসাধারণকে দেওয়া হচ্ছে।
মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।
জেলা প্রশাসক আশরাফুর রহমান তার বক্তব্যে বলেন, “এই মেলার মূল উদ্দেশ্য হলো জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা এবং অনলাইন ভিত্তিক আধুনিক ব্যবস্থার মাধ্যমে ভূমি সেবাকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করা।”
সংশ্লিষ্টরা আশা করছেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি বিষয়ে সচেতন হয়ে ডিজিটাল সেবা গ্রহণে আগ্রহী হবে, ফলে ভূমি সংক্রান্ত জটিলতা ও মামলার পরিমাণও কমে আসবে।