রিপন মারমা, রাঙামাটি :
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
মেলা চলবে আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত। উদ্বোধনের পরপরই ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা, যেখানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, “আমাদের আদালতে শতকরা ৮০ ভাগ মামলা ভূমি-সংক্রান্ত, যার অধিকাংশই পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি। এসব জটিলতা এড়াতে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ডিজিটাল ব্যবস্থার ফলে এখন ভূমি সেবা অনেক সহজলভ্য হয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। সভায় আরও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশীদ, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
মেলা উপলক্ষে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও জনসাধারণের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানিয়েছেন, ভূমি মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা ও অধিকার বিষয়ে সচেতন করাই মূল উদ্দেশ্য।