মোঃ মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরুয়াটারি এলাকায় পারিবারিক কলহের জেরে মাত্র সাত দিনের এক নবজাতককে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ শিশুটির মা জাহানারা বেগম এখন সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা কামনা করছেন।
জাহানারা বেগম জানান, গত ২৩ মে (শুক্রবার) ভোরে ব্যক্তিগত কাজে বাইরে গেলে নিজের সদ্যোজাত শিশুকে স্বামী নূর মোহাম্মদের কাছে রেখে যান। কিন্তু ফিরে এসে দেখেন, স্বামী শিশুটিকে নিয়ে বাড়ি থেকে গায়েব। অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, নূর মোহাম্মদ শিশুটিকে নিয়ে গিয়ে দিয়েছেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমাউল হুসনা আশার কাছে।
তবে আসমাউল হুসনা গণমাধ্যমকে জানান, “আমি এই শিশুর পরিচয় জানি না, কেউ আমার কাছে কোনো শিশু দেয়নি।”
এদিকে সন্তান হারিয়ে নিস্তেজ হয়ে পড়েন জাহানারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর ছবি দেখে তিনি নিশ্চিত হন, সেটিই তার সন্তান। এরপর রাতেই ছুটে যান ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে শিশুটি ভর্তি রয়েছে। কিন্তু সেখানে গিয়ে যিনি বর্তমানে শিশুটির হেফাজতে আছেন, তিনি তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান।
কান্নাজড়িত কণ্ঠে জাহানারা বলেন, “আমি শুধু আমার সন্তানকে চাই। আমার বুকের ধনটা যেন আবার আমার কোলে ফিরে আসে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত স্বামী নূর মোহাম্মদ স্বীকার করেছেন, তিনি শিশুটিকে তার সাবেক স্ত্রী আসমাউল হুসনার কাছে দিয়ে এসেছেন।
ভূরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তদন্ত চলছে। শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে গোটা এলাকায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, শিশুটিকে দ্রুত মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।