মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
“বিতর্কে শাণিত চৈতন্য”—এই স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JnUDS) আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত ডিবেট প্রিমিয়ার লিগ ২০২৫। গত শুক্রবার (২৩ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৩৬টি দল।
বিতর্ক প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন, অবকাশ ভবন ও শহীদ সাজিদ ভবনের নিচতলায় ১৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। প্রতিটি ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং JnUDS-এর মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।
ডিবেটিং সোসাইটির সূত্র জানায়, টুর্নামেন্টে ১০৮ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে অংশ নেন প্রায় ৪০ জন অভিজ্ঞ বিতার্কিক, যাঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সোসাইটির সভাপতি মাঈন আল মোবাশ্বির জানান,
“৩৬টি দলের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া ১৬টি দল অক্টোফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে। আজ সেমিফাইনাল পর্যন্ত অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে ঈদের পর।”
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন,
“বিচারকসংখ্যা বাড়ানো হয়েছে মান বজায় রাখতে এবং বাইরের বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞদের যুক্ত করা হয়েছে যেন প্রতিযোগিতাটি নিরপেক্ষ ও মানসম্মত হয়।”
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তানভীর আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগ, বলেন,
“যুক্তির এমন দারুণ লড়াই খুব কম দেখা যায়। সক্রিয় অংশগ্রহণ, প্রশ্নবিদ্ধ করা এবং নিজের অবস্থান তুলে ধরার দৃশ্য একে চমৎকার আয়োজন হিসেবে স্মরণীয় করে রেখেছে। আমি চাই এ ধরনের আয়োজন নিয়মিত হোক।”