মীর ইমরান, মাদারীপুরঃ
মাদারীপুরের শিবচরের হোসেনের হাট এলাকায় দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জোরপূর্বক দোকান বন্ধ এবং পরে দোকানে চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন মো. রাসেল সিকদার ও ইয়াসিন হাওলাদার।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (২৬) জানান, চাঁদার টাকা না দেওয়ায় অভিযুক্তরা জোরপূর্বক তার দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে সেই তালা ভেঙে দোকানে চুরি হয়।
সাইফুল ইসলাম বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারের চর এলাকার হোসেনের হাট বাজারে একটি অটো পার্টসের দোকান চালান। তিনি বলেন, “গত ১৭ মে সকালে দোকানে গিয়ে দেখি তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি, ১টি ল্যাপটপ, ক্যাশবাক্সে থাকা ৪০,০০০ টাকা এবং প্রায় ১ লাখ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে।”
তার ভাষ্য অনুযায়ী, এর আগে রাসেল ও ইয়াসিন তার কাছে ৫,০০০ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় তারা। দোকান বন্ধ থাকায় তিনি মালপত্রও বের করতে পারেননি। তিনদিন পর সেই তালা ভেঙে চুরি ঘটে।
সাইফুল জানান, “শুধু আমার সাথেই নয়, বাজারের আরও অনেক ব্যবসায়ীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু ভয়ভীতি ও হুমকির কারণে কেউ মুখ খুলছে না।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়াসিন হাওলাদার বলেন, “সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”