ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: মো. মনিরুজ্জামান:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে ডোবা থেকে রাইহান ইসলাম রাজ (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
রাজ স্থানীয় বাদল মেমোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদাল গ্রামে। পড়াশোনার জন্য সে নানাবাড়ি রাজপাশা গ্রামে থাকত। রাজের বাবা মো. আলী ও মা নূসরাত জাহান ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজ বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার নানি পারভীন বেগম। পরে বাড়ির পাশের একটি ডোবার কাছে রাজের জুতো দেখতে পান তিনি। প্রতিবেশীদের সহায়তায় ডোবায় তল্লাশি চালিয়ে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নানি পারভীন বেগম জানান, রাজ সাঁতার জানত না। সম্ভবত পা পিছলে ডোবায় পড়ে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।