সাভারে ছাত্র ও জনতা হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলায় উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) বিকেলে আশুলিয়ার বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার একটি বা একাধিকটিতে এজাহারভুক্ত আসামি ছিলেন সালমা আক্তার।
আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য হিসেবে সালমা আক্তার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
এই ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।