ঢাকা:
জাতীয়তাবাদী ও ইসলামি শক্তির ঐক্যের প্রতীক এবং দেশপ্রেমিক জনতার আস্থার কেন্দ্রবিন্দু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেছে বাংলাদেশ লেবার পার্টি।
এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আব্দুল্লাহ আল মামুন এ শুভকামনা জানান।
নেতৃদ্বয় বলেন, “বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও সংকটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব জনগণের একমাত্র ভরসা। তাই তাঁর দ্রুত আরোগ্য ও সক্রিয় অংশগ্রহণ আজ সময়ের দাবি।”
বিবৃতিতে তাঁরা আরও বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের প্রতিটি সংকটে জাতীয়তাবাদী ও ইসলামি রাজনৈতিক শক্তিগুলোই ছিল জনগণের পাশে, তারা পরীক্ষিত দেশপ্রেমিক বলয়।
ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
বাংলাদেশ লেবার পার্টির মতে, সময় এসেছে ছোটখাটো মতানৈক্য ভুলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল জাতীয়তাবাদী ও ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার। নেতারা বলেন, “জুলাই চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে নতুন বাংলাদেশ গঠনের পথে।”
বিবৃতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর দিকেও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়। বলা হয়, বর্তমান সংকটে এ দুটি শক্তির “অনন্য সাধারণ ভূমিকা” জরুরি এবং তা দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় প্রভাব ফেলবে।
বার্তা প্রেরক:
আব্দুল্লাহ আল মামুন
মহাসচিব, বাংলাদেশ লেবার পার্টি