সিলেট ব্যুরো :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাব-৯-এর অভিযানে ১৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম জজ মিয়া (২৭), তিনি কোম্পানীগঞ্জ থানার লাচুখাল গ্রামের ফারুক মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলাম ইউনিয়নের এক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭০ বোতল ফেন্সিডিল এবং একটি ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সিলেটে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।