শাহাদাৎ বাবু, নোয়াখালী :
ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঔষধ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা শহর মাইজদীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এটি বিসিডিএস কেন্দ্রীয় পরিষদের আহ্বানে সারাদেশব্যাপী পালিত কর্মসূচির অংশ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ওষুধ ব্যবসায়ীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। তারা বলেন, ঔষধ বিক্রয়ের কমিশন বাড়ানো না গেলে ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকতে পারবে না।
চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি
২. মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নিয়ে প্রতিস্থাপন
৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানির সরবরাহ বন্ধ
৪. সকল ঔষধের মূল্য সরকার নির্ধারণ করবে
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন সবুজ, সহ-সভাপতি সত্য নারায়ণ ভৌমিক, সদস্য মোতাহের হোসেন রাজু, ও কেমিস্ট মো. হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এই দাবিগুলো মেনে নেওয়া জরুরি। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওষুধ খাতে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।