ইসরায়েলের তেল আবিব শহরে ইয়েমেনের হুথি গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রের ফলে তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিস্তৃত এলাকায় সাইরেন বেজে ওঠে। প্রায় ১০ লাখ মানুষ আতঙ্কে বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। সরাসরি কোনো হতাহতের খবর না মিললেও এক ব্যক্তি আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সামান্য আহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়। এরপর দুপুরে হুথিরা দ্বিতীয় আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। সেটিও ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলি বাহিনীর দাবি। দ্বিতীয় হামলার সময় জেরুজালেম, পশ্চিম তীরের দক্ষিণাংশ এবং মৃত সাগর সংলগ্ন এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
হুথি গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে এবং ছয়জন আহত হন। সে ঘটনার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের উদ্দেশ্যে ফ্লাইট বন্ধ করে দেয়, যদিও পরে কিছু সংস্থা আবার ফ্লাইট চালু করার কথা জানায়।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে হুথিদের এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।