রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে বৃহস্পতিবার রাতে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এই হামলার কারণে শহরের চারটি বিমানবন্দরের মধ্যে তিনটির ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম পোস্টে জানান, রাত ১২টার পর শহরের দিকে ছুটে আসা অন্তত ২৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগের দিনও শহরের দিকে আরও ২৭টি ড্রোন ছোড়ার চেষ্টা করা হয়েছিল। ড্রোন ধ্বংসাবশেষ যেসব এলাকায় পড়েছে, সেখানে জরুরি সেবা কর্মীরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছেন।
ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিওম কোরেনিয়াকো জানান, ডোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দরের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়। যদিও হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত তিন বছরে নিয়মিতভাবে ড্রোন হামলার ঘটনা ঘটলেও, মস্কো ছিল তুলনামূলকভাবে নিরাপদ। তবে সাম্প্রতিক এসব হামলা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।