মোঃ মনিরুজ্জামান, ভান্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ২নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ এবং স্থানীয় মেম্বার মনিরুল ইসলামের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২১ মে ২০২৫) সকাল ১১টায় ২নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান ও মেম্বার ভোট ডাকাতি, স্বেচ্ছাচারিতা এবং জনগণের সাথে অশোভন আচরণের মাধ্যমে ইউনিয়নের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত করছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ভোট চুরি করে ক্ষমতায় আসা চেয়ারম্যান ও মেম্বার জনগণের কোনো প্রশ্নের জবাব দেন না, পরিষদ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। আমরা তাদের অপসারণ ও গ্রেফতার চাই।”
এই বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হবে কি না, তা এখন দেখার বিষয়।