বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালত রায় দেয়, এই রিট করার এখতিয়ার রিটকারির নেই এবং নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নির্বাচনী ফোরামে নিষ্পত্তি না করে হাইকোর্টে আনা উচিত হয়নি। রিট খারিজের ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে তা আদালত অবমাননার শামিল হবে। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন এবং দাবি করেন, আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ অনুষ্ঠান বন্ধ রাখা উচিত। রায়ের পর এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
প্রবণতা
- বোয়ালমারীতে বিআরডিপি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত চুন্নু মিয়া
- নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
- নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী গুরুতর আহত
- শার্শায় ঈদুল আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু
- ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, রোডম্যাপ ঘোষণার আহ্বান
- নওগাঁর মান্দায় লিজকৃত বিলে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন
- চরঝাউকান্দায় দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪