সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তি শেষে অবশেষে ঐক্যবদ্ধ হয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। গত বুধবার (২১ মে) সন্ধ্যায় জেলা আহ্বায়ক ফজলুল করিম ময়ূরের বাসভবনে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক বিশেষ সভা, যেখানে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন ফজলুল করিম ময়ূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন। উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ভিপি মিজান, মহসিন মিয়া মধু, মোশারফ হোসেন বাদশা, আব্দুল ওয়ালী সিদ্দিকি, আব্দুল মুকিত, আব্দুল হাফিজ, মনোয়ার আহমেদ রহমান, বকশি মিজবাউর রহমান ও স্বাগত কিশোর দাস চৌধুরীসহ অন্যান্য নেতারা।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি এবং আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার ও সমাবেশে জেলা থেকে অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা আহ্বায়ক ফজলুল করিম ময়ূর বলেন, “মৌলভীবাজার জেলা বিএনপির ঐক্য ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।”
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এই ঐক্যের মধ্য দিয়ে জেলায় রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পুনরায় আস্থা ও উদ্দীপনা ফিরবে।