উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নড়াইল জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পরিদর্শক মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ১ নম্বর মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে বোড়ামারা গ্রামের জনৈক টিপু শিকদারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে রুবেল ভুইয়া (২৮), পিতা: মো. সবুর ভুইয়া, সাং: বোড়ামারা, থানা: নড়াইল সদর, জেলা: নড়াইল–কে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।