সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
দুদকের পক্ষ থেকে জানানো হয়,হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ,খাদ্যমান এবং নিয়োগ সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ অভিযোগ যাচাই করতে এই অভিযান পরিচালিত হয়।
দুদক উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, “হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহ, অনিয়মিত চিকিৎসা,ওষুধ ঠিকমতো না দেওয়া এবং স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ-এই চারটি অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করেছি। কিন্তু অভিযানের সময় পাওয়া তথ্য-উপাত্ত ও কাগজপত্র পর্যালোচনায় এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন,“নিয়োগ সংক্রান্ত অভিযোগ ছিল সবচেয়ে গুরুতর। অভিযোগে বলা হয়েছিল স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বাস্তবে এখানে কোনো আউটসোর্সিং বা অভ্যন্তরীণভাবে নিয়োগের ঘটনা ঘটেনি।”
অভিযানের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক। দুদক জানিয়েছে,বহির্বিভাগে সেবাপ্রাপ্তদের জন্য নির্ধারিত ওষুধ সরবরাহও নিয়ম মেনে করা হচ্ছে, এবং খাবার সরবরাহেও মান বজায় রাখা হয়েছে।
এ অভিযানের মাধ্যমে স্বাস্থ্য খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি দুদকের অঙ্গীকার আবারও প্রতিফলিত হয়েছে।