বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার রুহুল আমিনের বিরুদ্ধে সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (১৭ আগস্ট ২০২৫) রাত ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবগঞ্জ এলাকার একটি গোপন গোডাউন থেকে ওএমএসের কয়েক বস্তা চাল বাইরে বিক্রির জন্য বের করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তা আটকে দেয়। পরে ডিলার রুহুল আমিনের বড় ভাই সবুজের মধ্যস্থতায় বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয় এবং চালগুলো ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
সাহেবগঞ্জ বারি বাজার এলাকার বাসিন্দা মো. সালাম বলেন,
“রুহুল তার গোডাউন থেকে নিয়মিত চাল কালোবাজারে বিক্রি করে। আমি এবং এলাকাবাসী কয়েক বস্তা চাল আটকে দিই। কিন্তু তার বড় ভাই সবুজ ভয়ভীতি দেখিয়ে সেগুলো নিয়ে যান।”
তিনি আরও জানান,
“আমি ও আমার স্ত্রী দিনমজুরি করে খাই। ছেলেকে চাল আনতে পাঠালেও রুহুল চাল না দিয়ে ফিরিয়ে দেয়।”
এছাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা শুকুর হাওলাদার অভিযোগ করে বলেন,
“গত তিন মাস যাবত আমি চাল নিতে গেলেও রুহুল আমাকে চাল দেয়নি।”
সাহেবগঞ্জ এলাকার আরও কয়েকজন নারী অভিযোগ করেন, রুহুল নির্ধারিত মূল্যে চাল না দিয়ে বেশি দামে বাইরের বাজারে বিক্রি করেন। এদের মধ্যে রয়েছেন—রফিকের স্ত্রী ফাতেমা, বাদশা মিয়ার স্ত্রী ডালিম বেগম এবং শফিকের স্ত্রী আফিয়া বেগম। তাঁরা জানান,
“প্রতি সপ্তাহে লাইনে দাঁড়ালেও রুহুল আমাদের চাল না দিয়ে অন্যত্র বিক্রি করেন।”
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন বলেন,
“ওএমএস-এর চাল বাইরে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং এটি দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার ডিলারশিপ বাতিল করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।