বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত “কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিয়ে বিজয়ী খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল, যা বছরের পর বছর ধরে লন্ডনের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ক্রীড়াচর্চার একটি জনপ্রিয় মঞ্চে পরিণত হয়েছে।
এবারের আসরে ‘হবিগঞ্জ ফাইটার’ চ্যাম্পিয়ন হয়, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন তোফায়েল। রানার্স আপ হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নেতৃত্বাধীন ‘গ্রেটার ফরিদপুর’ দলটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোকো মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম কো-অর্ডিনেটর এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সরফরাজ আহমেদ সরফু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিনুল হক – ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার, রুহুল কুদ্দুস তালুকদার দুলু – বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী, আনিসুর রহমান তালুকদার খোকন – কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, মোশাররফ হোসেন – সাবেক সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মীর শাহে আলম – বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম – সভাপতি, ঢাকা মহানগর উত্তর ড্যাব
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এই আয়োজন শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে ক্রীড়াচর্চা ও সামাজিক বন্ধন শক্তিশালী করার অনন্য এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সম্মান জানিয়ে প্রবাসের মাটিতে এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।