ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ নগর ভবনে ব্লকেড কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে নগর ভবনের মূল ফটক আটকে যায় এবং সব ধরণের সেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, “ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো না হলে আন্দোলন অব্যাহত থাকবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ নিয়ে টানা পাঁচ দিন ধরে নগর ভবন অবরুদ্ধ রয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী, যারা ইশরাকপন্থি বলে পরিচিত, তারা নগর ভবনের প্রধান ফটকসহ অন্যান্য গেট তালাবদ্ধ করে রেখেছেন। ফলে নাগরিক সেবা নিতে আসা অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
প্রসঙ্গত, গত শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে আমার পক্ষ থেকে মামলা করা হয়েছিল। আদালতের সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই রায় আমার পক্ষে এসেছে। অথচ এখনো আমাকে শপথ করানো হয়নি।”
তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে মামলা থামাতে চেষ্টা করেছিল। তবে আদালতের রায় এসেছে জনগণের পক্ষে। শপথগ্রহণে বিলম্ব আদালত অবমাননার শামিল।”
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যান। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশ সংক্রান্ত পরামর্শ চায়। গেজেট প্রকাশের পরও এখনো তার শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।