উজ্জ্বল, জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (প্রায় ২০ বছর বয়স) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়া ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের ধারে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান। পরে তারা লোহাগড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের পরিচয় এখনও নিশ্চিত নয়
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমরা মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সকালে হাঁটতে বের হলে তারা রেললাইনের পাশে যুবকের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ ছিল।
পুলিশ বলছে তদন্ত চলমান
পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যা না দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখযোগ্য বিষয়:
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত ও মরদেহের পরিচয় উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।