খুলনা প্রতিনিধি:
খুলনার মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলে অবস্থিত এ্যাজাক্স জুট মিলের বন্ধ শ্রমিক-কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গেটসভা করেছেন। রোববার (১৮ মে) সকাল ১০টায় মিলের প্রধান ফটকের সামনে এই গেটসভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিক নেতারা বলেন, “আমরা মালিকের পরিচয় জানি না, জানতেও চাই না। আমাদের ন্যায্য পাওনা পরিশোধে আর কোনো টালবাহানা মানা হবে না।” তারা অভিযোগ করেন, এক সময়ের লাভজনক এই মিলটি অসাধু একটি মহলের কারণে ধ্বংস হয়েছে এবং মালিকপক্ষ কোটি কোটি টাকা মুনাফা করেও শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বছরের পর বছর মিলটি বন্ধ রেখেছে।
শ্রমিক নেতারা জানান, ২০১৩ সালে মিল বন্ধ করে দেওয়ার পর প্রায় ৬০০ শ্রমিক-কর্মচারী তাদের পাওনার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে অর্থাভাবে অন্তত ৬০-৭০ জন শ্রমিক বিনা চিকিৎসায় ও অনাহারে মারা গেছেন। বর্তমানে শ্রমিকদের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তারা মানবেতর জীবন যাপন করছেন।
গেটসভা থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায়ে আগামী ২০ মে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা।
এ্যাজাক্স জুট মিলস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর ওদুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা তোফাজ্জল ইসলাম, আব্দুর রহমান, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী ও শ্রমিক নেতা ওবায়দুর রহমানসহ অনেকে।