জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া নয়াপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার কয়া নয়াপাড়া সীমান্তের মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি এক ফসলি মাঠ থেকে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবির কয়া ক্যাম্পের একটি টহল দল।
আটককৃতরা হলেন—রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার জীবন মহন্ত (২২) এবং সিদ্ধান্ত রায় (২৪)।
২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মো. জহুরুল হক জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বৈধ পাসপোর্ট বা অনুমতিপত্র ছাড়া তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটকদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।