ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে এবার ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে তার সমর্থকেরা।
রোববার (১৮ মে) নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকপন্থীরা। সেখান থেকেই সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও আশপাশের এলাকায় পূর্ণাঙ্গ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
এদিন সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের ফটকে জড়ো হন আন্দোলনকারীরা। ভবনের প্রধান ও ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন তারা। ফলে সিটি করপোরেশনের দাপ্তরিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
আন্দোলনকারীরা “ইশরাক ভাইয়ের শপথ চাই”, “টালবাহানা চলবে না”, “অবিলম্বে দায়িত্ব দিতে হবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানান। সমর্থকদের অভিযোগ, নির্বাচনি ট্রাইব্যুনাল ও গেজেটের মাধ্যমে ইশরাককে মেয়র ঘোষণা করা হলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘টালবাহানা’ করছে। গেন্ডারিয়া থেকে আসা যুবদল কর্মী মহিউদ্দিন বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
পুরান ঢাকার টিকাটুলি থেকে আসা আরেক আন্দোলনকারী সৈকত পাল বলেন, “গেজেট প্রকাশিত হয়েছে, তবু শপথ পড়ানো হচ্ছে না। কেন?”
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হয়েছিলেন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল রায় দিয়ে ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হয়।
শনিবার ইশরাক স্থানীয় সরকার বিভাগে শপথ অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে চিঠি দেন। একইদিন বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, “আমি কারও বিরুদ্ধে নই, শুধু দায়িত্ব বুঝে নিতে চাই।”তবে আন্দোলনের কারণে ডিএসসিসির দাপ্তরিক কাজ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এক হিসাব কর্মকর্তার ভাষ্য, “সকালে অফিসে এলেও তালাবদ্ধ ফটকের কারণে কাজ করতে পারছি না।”
প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, অফিসে প্রবেশ করতে না পেরে তারা সাইট ভিজিট করছেন।