দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করা কয়েকজন অভিনয়শিল্পী সমালোচনার মুখে পড়েছেন। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও, যিনি ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।
তবে এই বিষটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুশরাত ফারিয়াকে আ’টক করেছে পু’লিশ ৷ উল্লেখ করে আজ রোববার ( ১৮-০৫-২৫) একটি ফেইসবুক পোস্ট করেছেন সাংবাদিক ইলিয়াস।
তিনি আরো লিখেন, এরা হাসিনার সহযোগী ছিলো এদের চরম বি’চার হওয়া প্রয়োজন কিন্তু শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মাা’মলা হয়েছে শুধু শেখ মুজিব (শুভ) আর ফজিলাতুন্নেছার (তিশা) নামে মা’মলা হয়নি৷ শুভর নামে হয়নি কারন পিতা শুভর নামে মা’মলা করলেতো মাতা তিশার নামেও করতে হবে৷ সে কারনে শুভ মাফ পেয়ে গিয়েছে৷ কি সুন্দর বৈ’ষম্য বি’রোধী আ’ইন দেখছেন?
উল্লেখ্য, আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠার সময় তাকে আটক করা হয়।