রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করা কয়েকজন অভিনয়শিল্পী সমালোচনার মুখে পড়েছেন। এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও, যিনি ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এ বিষয়ে খোলাখুলি মত দিয়েছেন ফারিয়া। তাকে প্রশ্ন করা হয়—“আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কারণে অনুশোচনায় ভোগেন?”
উত্তরে নুসরাত ফারিয়া বলেন, “আমার কোনো অনুশোচনা নেই। আমরা যারা অভিনয় করি, তারা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শুটিং করি। ‘মুজিব’ সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছর ধরে আমি একটানা একই লুকে ছিলাম। এই সময় চুলে রঙ দিইনি, কালো চুলই রাখতাম। ওজনও নিয়ন্ত্রণে রাখতে হতো। এত কষ্ট করে করা একটি কাজ নিয়ে অনুশোচনা করলে, সেটি আমার পেশারই অবমাননা হবে। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আমার জীবনের অংশ ছিল, এবং তা এড়ানোর উপায়ও আমার হাতে ছিল না।”
সরকারি উদ্যোগে নির্মিত এ ধরনের প্রকল্পে কাজ করা প্রসঙ্গে ফারিয়া বলেন, “সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে, অনেক সময় সেটা পছন্দ না হলেও না বলতে পারা কঠিন হয়ে পড়ে।”
পডকাস্টে ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্নের সম্মুখীন হন। উত্তরে তিনি জানান, “আমি তখন কানাডায় একটি শোতে অংশ নিতে গিয়েছিলাম। ভুল হলে সেটা স্বীকার করা উচিত। তাই আমি পরে ছাত্রদের পক্ষেই একটি পোস্ট দিয়েছিলাম। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখা যাবে।”
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘জ্বীন ৩’, যা ঘিরে ইতিমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।