নিজস্ব প্রতিবেদক:
আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠার সময় তাকে আটক করা হয়।
শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলাটি ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া সরকারপন্থী অবস্থান নিয়েছিলেন এবং আওয়ামী লীগের অর্থায়নে সহায়তা করেছিলেন। এ কারণে তাকে সহ-অভিযুক্ত করা হয় ওই মামলায়।
নুসরাত ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপক। তার এই গ্রেফতারের খবরে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে নুসরাত ফারিয়ার আইনজীবী বা পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।