বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনেও উত্তাল জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
গত ১৬ মে, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের সৌরভ দত্তের ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য ভাইরাল হলে সর্বস্তরের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে।
রাতেই বাকেরগঞ্জ থানা পুলিশ সৌরভ দত্তকে গ্রেফতার করে। তবে উত্তেজনা এড়াতে তাকে থানা হাজতে না রেখে জেলা সদর বরিশালে স্থানান্তর করা হয়। এতে ক্ষুব্ধ নবীপ্রেমিক জনতা গভীর রাতে বাকেরগঞ্জ থানা ঘেরাও করে এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
এদিকে স্থানীয় আলেম সমাজ অভিযোগ করে, মামলার আসামিকে দ্রুত গ্রেফতারে গাফিলতি করেছেন ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার তোফাজ্জল হোসেন। তারা উভয়ের প্রত্যাহার দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
পরদিন শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফের বিক্ষোভকারীরা সমাবেশ করে এবং মহাসড়কে অবরোধ চালিয়ে যায়। তারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
শেষ পর্যন্ত বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলাউল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।