গত ৯ মাসে ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী শিক্ষার্থী ও যুবকদের ওপর মোট ৩৮টি হামলার তথ্য শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা ইউনিট বাংলাফ্যাক্ট। এসব ঘটনায় ২৮টি হামলায় রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, ৩৮টি হামলায় প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন অন্তত ৮৭ জন।সর্বশেষ ১৪ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর আগে ৭ ফেব্রুয়ারি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি চলাকালে হামলায় আহত হন আবুল কাসেম নামের এক যুবক, যিনি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাফ্যাক্ট জানায়, এসব হামলার একটি বড় অংশই সংগঠিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে এ প্রতিবেদন তৈরি করেছে বাংলাফ্যাক্ট।
প্রতিষ্ঠানটি বাংলাদেশে ভুয়া খবর, গুজব ও অপপ্রচার মোকাবিলায় নিরপেক্ষ ও প্রামাণ্য তথ্য তুলে ধরার লক্ষ্যে কাজ করছে।