আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারের বিরুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে বিরুলিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লা। সভা সঞ্চালনায় ছিলেন বিরুলিয়া ইউনিয়ন যুবদলের নেতা মফিজুল ইসলাম।
উপস্থিত ছিলেন:
- সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সাচ্চু
- সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ
- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন
সহ যুবদলের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী।
বক্তব্যের মূল বিষয়বস্তু:
বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানান।
প্রধান অতিথি শহীদুল ইসলাম বলেন,
“ফ্যাসিবাদী সরকার গত ১৬ বছরে একজন প্রকৃত বিএনপি কর্মীকেও দলে নিতে পারেনি, বরং বিএনপি ও অঙ্গসংগঠনের ওপর চালিয়েছে স্টিম রোলার।”
তিনি আরও বলেন, এনসিপি নামক দলের নেতাদের নানা দাবির পেছনে ক্ষমতাসীনদের কৌশল রয়েছে, যা থেকে সতর্ক থাকতে হবে।
তিনি জনগণকে সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানিয়ে বলেন,
“হাসিনার দোসররা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, তাই রাজপথে সবাইকে সোচ্চার হতে হবে।”