বিধান মন্ডল, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
স্বপ্ন ছিলো সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়ার। সেই স্বপ্ন পূরণের আশায় বিদেশ পাড়ি দিয়েছিলেন সালথার প্রবাসী নুরআলম খান। কিন্তু ভাগ্য নির্মমভাবে ছিনিয়ে নিলো তার প্রাণ। মৃত্যুর তিন মাস পর দেশে ফিরলো তার নিথর দেহ।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
কে ছিলেন নুরআলম খান?
- বয়স: ৩৬ বছর
- গ্রাম: গোবিন্দপুর, আটঘর ইউনিয়ন, সালথা, ফরিদপুর
- পিতা: উমর আলী খান
- পরিবারে: এক ছেলে, এক মেয়ে এবং ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী
বিদেশ যাত্রা ও দুর্ঘটনা:
- ২০২৪ সালের শেষ দিকে সৌদি আরবে পাড়ি জমান নুরআলম
- ২০ জানুয়ারি ২০২৫ সালে রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন
- দু’টি পা কেটে ফেলতে হয় চিকিৎসার প্রয়োজনে
- ১১ ফেব্রুয়ারি ২০২৫-এ রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন
শোকাহত পরিবার:
নিহতের ভাই মাহফুজ খান জানান—
“ধার-দেনা করে ভাই বিদেশ গিয়েছিল। এখন কিছুই নেই, শুধু বুকভরা কান্না। ভাইয়ের কোনো জমি নাই, পৈতৃক ভিটাটাই একমাত্র সম্বল। কে দেখবে এখন ওর সন্তানদের?”
মরদেহ দেশে আসতে বিলম্ব:
নুরআলমের মৃত্যু হয় ১১ ফেব্রুয়ারি, কিন্তু জটিল কাগজপত্র ও প্রক্রিয়াগত জটিলতার কারণে প্রবাসে মৃত্যুর তিন মাস পর, ১৭ মে ২০২৫ তারিখে দেশে এসে পৌঁছায় তার মরদেহ।