মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হাশেম খান (৮৮) আর নেই।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ জামসা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ জামসা ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা হাশেম খান দুইবার জামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের হাত ধরে বিএনপিতে যোগ দেন এবং ১৯৯৬ সালে জামসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পান।
পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণ করেন তিনি।
বিভিন্ন নেতৃবৃন্দের শোক
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন—
🔹 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত
🔹 মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজা
🔹 এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিবারসূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।