সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশ ধর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবির নিচে ইসলাম ধর্ম ও মহানবী মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া অন্য একটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের ‘জঙ্গি’ বলেও আখ্যায়িত করতে দেখা যায়। এসব পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
সমালোচনার মুখে পড়লে বিকাশ ধর তার পোস্ট মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চান। তবুও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল কাদির রতন একটি লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের (সাইবার নিরাপত্তা আইন) আওতায় মামলা রুজু করে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, বিকাশ ধর তার দোষ স্বীকার করেছে এবং জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলার বাহুবল থানার অধীনে তার মামার বাড়িতে অভিযান চালিয়ে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলোর মধ্যে আপত্তিকর পোস্টের প্রমাণ পাওয়া গেছে।
গ্রেফতার হওয়া বিকাশ ধর মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা এবং বিধান ধরের পুত্র। তাকে শুক্রবার (১৬ মে) আদালতে হাজির করা হবে।
এ ঘটনায় মৌলভীবাজারসহ আশপাশের এলাকায় জনমনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় উত্তেজনা দেখা দিলেও বিকাশ ধরের গ্রেফতারের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।