মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তার বুধবার (১৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে দাবি করেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে ৪ ডিসেম্বরের সভায় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সেই ক্ষমতা তাঁকে প্রদান করা হয়।
তিনি বলেন, “দায়িত্ব পাওয়ার পর থেকে আমি ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় করে সততা ও নিষ্ঠার সঙ্গে পরিষদের কাজ পরিচালনা করে আসছি। অথচ কয়েকজন স্বার্থান্বেষী সদস্য ষড়যন্ত্রমূলকভাবে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।”
প্যানেল চেয়ারম্যান আরও দাবি করেন, অনাস্থা প্রস্তাবে তাঁর বিরুদ্ধে অফিসে অনুপস্থিত থাকা ও ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করার অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। “আমি কখনোই অফিস থেকে অনুপস্থিত থাকিনি, আর মাসিক সভার রেজুলেশনই প্রমাণ করে যে আমি সমন্বয় করে কাজ করি।”
তিনি আরও বলেন, “মূলত, আমি অনৈতিক কোনো প্রস্তাবে সম্মতি না দেওয়ায় একটি চক্র আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।” তিনি তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আহম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ মে মধ্যনগর সদর ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হয়, যেখানে প্যানেল চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলা হয়।