মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মাকে পিটিয়েছেন দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ছেলে। এ ঘটনায় মুক্তাগাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে মা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন তার মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আহত মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দেলোয়ারের বিরুদ্ধে তার ছোট ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীর আহমেদ বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”