নুরুল হক রুনু, নেত্রকোণা:
নেত্রকোণার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামে বজ্রপাতে রাব্বি (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির সামনে জমিতে বাদাম তুলছিলেন রাব্বি। দুপুরের আগে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাদাম নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত কলমাকান্দা উপজেলার সিধলী বাজার উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারি পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”