অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে আল-মুঈন ইসলামী একাডেমির হেফজ বিভাগের সাত বছর বয়সী ছাত্র সানিম হোসাইনকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাওলানা মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও ও ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
পিটিয়ে হত্যা, পরে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) দুপুরে শিক্ষক মাহমুদুর রহমান তুচ্ছ এক অভিযোগে সানিমকে দুই দফা মারধর করেন। একপর্যায়ে ছেলেটি নিস্তেজ হয়ে গেলে তার মরদেহ মাদ্রাসার নিচতলার একটি অন্ধকার কক্ষে রেখে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সানিমের মা বলেন,
“গত তিন দিন আমার ছেলেকে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। গত সপ্তাহেও হুজুর তাকে মারছিলেন। আমি এসে অনুরোধ করেছিলাম, ছোট মানুষ, মারবেন না। আজ সকালে ছেলের সঙ্গে কথা হয়েছিল, সে বলেছিল ভাত দেয়নি।”
বলাৎকার, নির্যাতন, আগের অভিযোগও আছে
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এর আগেও শিশু বলাৎকার, মারধর, ছাত্রকে চুলার গরম ডালে ফেলা এবং জোর করে পানিতে ডুবিয়ে মারা যাওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। এক সপ্তাহ আগেই বলাৎকারের ঘটনায় তার বিরুদ্ধে গোপনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এক অভিভাবক বলেন,
“এটা প্রথম নয়। বারবার এমন ঘটনা ঘটছে। আগের সরকার থাকাকালীন দলীয় প্রভাবে এসব ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা এই মাদ্রাসা বন্ধের দাবি জানাই।”
নিহতের স্বজনদের অভিযোগ: পরিকল্পিত হত্যাকাণ্ড
সানিমের ফুফাতো ভাই বকশি মোহাম্মদ শাহেদ হোসাইন বলেন,
“আমাদের কাছে খবর আসে, সানিম নাকি হুজুরের বিরুদ্ধে বদনাম করেছে। এরপর থেকেই হুজুর ক্ষুব্ধ ছিল। পরে শুনি সে টয়লেটে আত্মহত্যা করেছে। কিন্তু লাশ আমরা টয়লেটে পাইনি, পাই মাদ্রাসার নিচতলার ঘরে বিছানায় রাখা অবস্থায়।”
প্রশাসনের বক্তব্য ও আইনি পদক্ষেপ
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন,
“ছাত্রের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি সন্দেহজনক। আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত কারণ জানা যাবে।”
এদিকে, ঘটনার পর অভিভাবকেরা তাদের সন্তানদের মাদ্রাসা থেকে সরিয়ে নিয়ে যান। সচেতন মহল মাদ্রাসাটি সিলগালা ও সুপার বশির আহমেদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।